Image description

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে আসা জনতার ভিড়ে হঠাৎ এক বিশৃঙ্খলার ঘটনা ঘটে, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

 

ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি দৌড়ে পালাচ্ছেন, আর তার পাশে থাকা লোকজন চিৎকার করে বলছেন, "আওয়ামী লীগ, আওয়ামী লীগ!"। পরে তিনি স্মৃতিসৌধের গেট দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন।

 

পুলিশ তাকে আটকানোর চেষ্টা করলে তিনি দ্রুত সেখান থেকে সরে যান। ভিডিওতে আরও দেখা যায়, ওই ব্যক্তি এক ব্যক্তির হাতে টাকা গুঁজে দিয়ে দৌড়ে পালিয়ে যান। পরে সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, "কারা নাকি উনাকে মারছিল, কিন্তু কেন মেরেছে, তা আমি জানি না।" তবে টাকার বিষয়ে কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি তিনি।

 

সূত্র: https://www.facebook.com/watch/?v=2727703900769396&rdid=8hxaAe3n9Fmi0MbY