
আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক বক্তৃতায় রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম বলেন, “যারা এই দেশটিকে আমাদের জন্য উপহার দিয়ে গেছেন, তাদের স্বপ্ন আমরা কতটুকু বাস্তবায়িত করতে পেরেছি—এই দিনে আমাদের আত্মমূল্যায়ন করা উচিত।”
তিনি আরও বলেন, “গত ৫৫ বছরে আমরা কী পেয়েছি? আমাদের অর্থনৈতিক স্বাধীনতা কতটুকু অর্জিত হয়েছে? যদি আমরা নিজেদের বিবেককে প্রশ্ন করি, তাহলে এর উত্তর খুঁজে পাব। আমরা শুধু এতটুকু বলতে পারি, যারা এই দেশের নেতৃত্ব দিয়েছেন, তাদের দূরদর্শিতা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে।”
বিভাগীয় কমিশনার আরও বলেন, “বর্তমানে আমরা এমন একজন রাষ্ট্রনায়ক পেয়েছি, যার বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা রয়েছে। ইতোমধ্যে আমরা অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে চলেছি। মাননীয় প্রধান উপদেষ্টা গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তা স্পষ্ট করেছেন। আমাদের অঙ্গীকার করা উচিত, আমরা এই অর্থনৈতিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখব।”
উত্তরবঙ্গের কৃষিভিত্তিক সম্ভাবনার বিষয়ে তিনি বলেন, “রংপুর বিভাগ তথা উত্তরবঙ্গ কৃষিতে অত্যন্ত সমৃদ্ধ। এ অঞ্চলকে ‘এগ্রিকালচারাল হাব’ বলা হয়। আমাদের দেশ কৃষিপ্রধান, তাই কৃষির উন্নয়নের মাধ্যমে আমরা আরও এগিয়ে যেতে পারি।”