Image description
 

প্রায় ৪৮ ঘণ্টা পর সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশনের তেইশের ছিলা-শাপলার বিল এলাকার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে বন বিভাগ।

আগুন নিয়ন্ত্রণের পর তল্লাশি শুরু করেন ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্বেচ্ছাসেবকরা। তেইশের ছিলা-শাপলার বিল এলাকার আগুন বা ধোঁয়া রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তারা। পর্যবেক্ষণ শেষে ওড়ানো হবে বন বিভাগের ড্রোন। কোনো অস্তিত্ব না থাকলে সুন্দরবনের আগুন নিভেছে বলে ঘোষণা দেবে বন বিভাগ।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আবু বক্কর বলেন, পানি সংকট থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। রাতে জোয়ার আসার সঙ্গে সঙ্গে আমরা পানি ছেটানো শুরু করি। রাত সাড়ে তিনটা পর্যন্ত আমরা পানি ছিটিয়েছি। পরবর্তী পর্যবেক্ষণে বনের কোথাও আগুনের অস্তিত্ব পাওয়া যায়নি।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. নূরুল করিম বলেন, আগুনে প্রায় ১০ একর বনভূমি পুড়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিশ্চিত করা কঠিন। আমরা এখনও পর্যবেক্ষণে রয়েছি।

উল্লেখ্য, শনিবার সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশনের কলমতেজী বন টহল ফাঁড়ির টেপার বিলে আগুন লাগে। রোববার সকালে সেই আগুন নেভানো হয়। সুপ্ত আগুন ও ধোঁয়ার কুণ্ডলী খুঁজতে ড্রোন ব্যবহার করে বন বিভাগ। পরে কলমতেজী এলাকা থেকে কয়েক কিলোমিটার দূরে তেইশের ছিলা-শাপলার বিলে আগুনের অস্তিত দেখতে পায় তারা। তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান বন বিভাগ, স্থানীয় স্বেচ্ছাসেবক, ভিটিআরটি, সিপিজি সদস্যরা।