Image description

পর্যটন কেন্দ্র কুয়াকাটার নির্জন সৈকতে সবুজ সাগরলতা আর সাদা ঝিনুকের ছড়াছড়ি। বাধাহীন লাল কাঁকড়ার ছোটাছুটিতে বালিয়াড়িতে তৈরি হয়েছে দৃষ্টিনন্দন আল্পনা। জন্মেছে নতুন নতুন ঝাউ গাছ। আবার কোনো গাছে ফোটা ফুল শোভা ছড়াচ্ছে সৈকত এলাকায়। রমজান মাসে পর্যটকসহ যানবাহন এবং জেলেদের বিচরণ না থাকায় এমন দৃশ্য এখন সূর্যোদয় আর সূর্যাস্তের নগরী কুয়াকাটার দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকতজুড়ে। হঠাৎ করে দেখলে মনে হবে প্রাকৃতিক জীববৈচিত্র্যসহ প্রাণীকূল খুঁজে পেয়েছে নিজস্ব সত্তা।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় সমুদ্রের বিশালতা বেড়েছে। সাগরের ছোট-বড় ঢেউ তীরে এসে আঁচড়ে পড়ছে। মোটকথা রমজানের শুরু থেকে কুয়াকাটা সৈকত পর্যটকের বিচরণ না থাকায় প্রকৃতি যেন সেজেছে অপরূপ সাজে। মনজুড়ানো এসব সৌন্দর্য কেবল ঈদের পরে আসা পর্যটকরাই উপভোগ করতে পারবেন। তবে স্বরূপে ফিরে আসা কুয়াকাটা সৈকতের জীববৈচিত্র্যসহ প্রাণীকূলের স্বাভাবিক আচরণ-বিচরণ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে বলে জানিয়েছেন পরিবেশবিদরা।