বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত আছে। কিন্তু রাজনীতিতে ভিন্নমত থাকলেও ফ্যাসিবাদ প্রশ্নে কোনও আপস নয়। ফ্যাসিবাদের জায়গায় আমরা সকলে এক। ফ্যাসিবাদের জায়গায় বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, সেখানে কোনও ভেদ নেই।আজ শনিবার মালিবাগের স্কাই সিটি হোটেলে ১২ দলীয় জোট আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে ভার্চুয়ালি তিনি এই কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে গাফিলতি আছে, ত্রুটি আছে, সেগুলোকে আমরা সংস্কার করব। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা আরও ভালো করার চেষ্টা করব, আরও উন্নত করব। দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থার উন্নতি করব। তিনি বলেন, আমি বিশ্বাস করি যেটা শেষ হয়ে যায়, সেটা তো সংস্কার না। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। যদি কোনও একটি বিষয় শেষ হয়ে যায়, সেটি সংস্কার না। কাজেই সংস্কার শেষ হয় না, চলতে থাকে। আমরা একটি জায়গায় আসব, ভালো কিছু করব। পরবর্তীতে আরও বেটার কিছু করার চেষ্টা করব।
দেশের রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, বিগত ১৫ বছরে গণতন্ত্রে পক্ষে থাকা, জনগণের পক্ষে থাকা অনেক নেতাকে আমরা হারিয়েছি। জুলাই-আগস্টে জনতার যে অভ্যুত্থান হয়েছে সেখানে আমরা আমাদের বহু আপনজন হারিয়েছি, পরিচিত জনকে হারিয়েছি। তাই আসুন, যে ঐক্য নিয়ে আমরা স্বৈরাচার বিদায় করেছি, সেই ঐক্য আমরা ধরে রাখি।