
সরকারে সামরিক বাহিনীর বৃহত্তর ভূমিকাকে অনুমোদন দিয়ে আইন পাস করেছে ইন্দোনেশিয়া। আশঙ্কা করা হচ্ছে এ আইনের মাধ্যমে বেসামরিক ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকা বৃদ্ধি পেতে পারে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট প্রাবায়ো সুবিয়ান্তো’র জোট এ আইন সংশোধনের উদ্যোগ গ্রহণ করে। এর লক্ষ্য হলো, দেশটিতে সামরিক বাহিনীর কর্মকাণ্ড সম্প্রসারণ করা।
এদিকে, সংশোধনীর সমালোচনা করেছে সুশীল সমাজ। তারা বলেন, এর মাধ্যমে ইন্দোনেশিয়ায় পুনরায় সাবেক প্রেসিডেন্ট সোহার্তোর আমলের পুনরাবৃত্তি হবে। সোহার্তো’র সময় সামরিক কর্মকর্তারা বেসামরিক বিষয়গুলোতে আধিপত্য বিস্তার করতো।
বিভিন্ন গণতান্ত্রিক গোষ্ঠীর বিক্ষোভকারীরা বলেন, তারা জাকার্তায় বিক্ষোভ করবেন। বুধবার সন্ধ্যায় কয়েকজন ছাত্র পার্লামেন্ট ভবনের গেটের পেছনে আইন পাসের বিরুদ্ধে প্রতিবাদ করেন। যদিও পরে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়া হয়।