
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। আজ শনিবার (২২ মার্চ) দুপুরে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করেন।
প্রতিবেদন হস্তান্তরের পরে প্রেস ব্রিফিং করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ, প্রেস সেক্রেটারি শফিকুল আলমসহ কমিশনের সদস্যরা।
কামাল আহমেদ বলেন, ‘আমরা আমাদের সাধ্যমতো সুপারিশ করেছি। আমরা কোনো অনুমান নির্ভর বা কান কথা শুনে সুপারিশ করিনি, যা করেছি তথ্য নির্ভর।’