Image description

টুডে ডেস্কঃ নানা দিকে আলোচনা হচ্ছে প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুসের  চীন সফরকে সামনে রেখে চারিদিকে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। এর পেছনে আছে ভারতের মদদ। ভারত কোন ভাবেই চাইছে না বাংলাদেশের  সাথে বাইরের দেশগুলোর সূসস্মর্ক হউক। এদিকে পেছন ফিরে দেখা যায়, ভারতীয় মদদে সারাদেশে জঙ্গি হামলা  করা হয় ২০০৫।  সেই  সময়  ততকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া চীন সফর করছিলেন।    তিনি চীন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরতে বাধ্য হন  । 

২০ আগস্ট ২০০৫ সালে চায়না রেডিও তার খবরে প্রকাশ করেছে এভাবে ঃ 

  " বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বদেশে বোমা হামলা জনিত কারণে নির্দিষ্ট সময়ের আগে ১৯ আগস্ট সন্ধ্যায় পেইচিং ত্যাগ করে ঢাকা ফিরে গেছেন।
    চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের নিমন্ত্রণে খালেদা জিয়া ১৭ আগস্ট পেইচিংয়ে আসেন। পরিকল্পনা অনুযায়ী, তাঁর চীনে পাঁচ দিন সফর করার কথা ছিল।

    সফরকালে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও, চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চ্যান্সেলর উ পাং কুও, চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও, উপ-প্রধানমন্ত্রী হুয়াং চিয়ু আলাদা আলাদাভাবে বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন।

    উল্লেখ্য, বাংলাদেশের রাজধানী ঢাকা এবং সারা দেশের ৬৪টি জেলার মধ্যে ৫৮টি জেলায় ১৭ আগস্ট সকালে কাছাকাছি সময়ে ১০০টিরও বেশী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাতে কমপক্ষে ২ জন নিহত এবং ১৩০জন বাংলাদেশী আহত হন।"