
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করছে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগর ও জেলার নেতাকর্মীরা।
শুক্রবার জুমার নামাজের পর কুমিল্লা ঝাউতলা ছাতা মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে গিয়ে সমাবেশ করে।
এ সময় তারা স্লোগান দিতে থাকে- তুমি কে, আমি কে, হাসনাত হাসনাত, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, ক্ষমতা না রাজপথ , রাজপথ রাজপথ, আওয়ামী লীগের দালালরা, হুঁশিয়ার সাবধান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর সদস্য সচিব রাশেদুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন এই বাংলাদেশে করতে দেয়া হবে না। কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করে তার সঠিক জবাব দেয়া হবে। এই কুমিল্লার মাটি থেকে আওয়ামী লীগের কবর রচনা করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক সাকিব হোসেন বলেন, কুমিল্লায় বাহারের অনুমতি ছাড়া কোনো সভা সমাবেশ হতো না। আপনারা কীভাবে আওয়ামী লীগের পুনর্বাসন চান? এ দেশে আওয়ামী লীগ ফিরে আসার কোনো সুযোগ নেই।