Image description
 
জুনায়েদ রাফিদের দল জুলাইকে কেন্দ্র করে রাজনৈতিক দল বা মেন্ডেট গুছাবে। জুলাইকে সামনে রেখে যখনই রাজনীতি করতে যাবেন প্রথমেই যে জিনিসটা প্রয়োজন সেটা হলো জুলাইয়ের সঠিক ইতিহাস৷ আসিফ-মাহফুজদের বয়ানের ইতিহাস দিয়ে কিন্তু জুনায়েদ-রাফিদের রাজনীতি হবে না। তাদের নিজস্ব ইতিহাস এস্টাবলিশমেন্টের প্রয়োজন। কারণ জুলাই বিপ্লবের মূল নেতা হিসেবে আসিফ-মাহফুজরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছেন জুনাইদ-রাফিরা না। সো জুলাই নিয়ে রাজনীতি করার গ্রাউন্ড উনারা পাবেন না।
 
বিপ্লবের পরে যে কারণেই হোক শিবির ইতিহাস গোপন করেছে। পরবর্তীতে যখনই ইতিহাস বিকৃতির শুরু হয় কিংবা শিবিরকে মাইনাস করার প্লান আসে তখন শিবিরের পোলাপাইনদের আফসোসের সূত্রপাত। স্টিল শিবির কিন্তু এই ব্যাপারে ইনফরমেশন চেপে যাচ্ছে। তারা এখনো বিশ্বাস করে সমন্বয়কদের সাথে কেন্দ্রের সম্পর্ক খারাপ করা যাবে না, সমন্বয়রাতো আমাদেরই ভাই। ভাই ব্রাদার কোরাম পলিটিকসের অংশ হিসেবে গর্বের সাথে ইতিহাস বিকৃতি করে যাবে, এমনকি শিবিরের সাথে বারবার বিশ্বাসঘাতকতা করতেও তাদের কিছু যাবে আসবে না। আর এই জায়গায় যখন প্রথম আলো আর এজেন্সিগুলো এন্টার করেছে তাই স্বাভাবিকভাবেই ইতিহাস থেকে শিবির এমনকি বিএনপিও মাইনাস হবে। শিবিরের পুলাপাইন একটা দুইটা পোস্ট আর বট আইডি দিয়ে ইতিহাসের স্টেক নিজেদের করতে পারবে না এমনকি সেটা যদি শতভাগ সত্যিও হয়। আর NCP যখন সবকিছু নিজেদের করে নিবে তাদের সাথে সম্পর্ক এমনিতেই খারাপ হবে। রাফি কিন্তু এর আগেও অনেক ইনফরমেশন প্রকাশ করতে চেয়েছেন বা করে ডিলেট করেছেন শিবিরের চাপে। উনি যেহেতু নতুন দলের মুখপাত্র উনাকে বারবার জিনিসগুলো ফেইস করতে হবে। সাদিক কায়েমের নতুন দলে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনিও জুলাই বিপ্লবে তার স্টেক খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। এই জায়গায় শিবিরের উচিত জুনায়েদ-রাফিদের উপরে বাজির ঘোড়া লাগানো। একসাথে মিলে NCP এর এগেইন্সটে গিয়ে জুলাইয়ের সত্যিকারের ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে আসা। এতে NCP এর গ্রাউন্ড দূর্বল হয়ে জুনায়েদ রাফিদের সুবিধা হবে। এবং স্বাভাবিক ভাবেই উনারা শিবিরের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না যেটা NCP শতভাগ নিশ্চিতভাবে করবে।
 
* একমাত্র এই উপায়ে শিবির নিজের স্টেক এস্টাবলিশ করতে পাবে। এই জায়গায় NCP এর এগেইন্সটে গেলেও প্রবলেম নাই।
 
* বিকৃত ইতিহাস দিয়ে জুনায়েদ-রাফিদের দলকে মাইনাস বা কোনঠাসা করতে পারবে না।
 
* কিছু সমন্বয়ক এমনিতেই মাইনাস খেয়ে যাবেন। NCP এর মধ্যে ক্লেস প্রকট হবে এবং দূর্বল হবে।
 
* এই গ্রাউন্ডে সত্যিকারের জুলাই নিয়ে রাজনীতি করা একমাত্র দল হিসেবে উনারা প্রতিষ্ঠিত হতে পারবেন এবং সামনের রাজনীতি যেটা হবে তাদের খুটি।
 
তাই জুলাইয়ের সত্যিকারের ইতিহাস নিয়ে ভাবা উচিত উনাদের। বিশেষ করে কিভাবে সেটা প্রতিষ্ঠিত করা সম্ভব। শিবির, বিএনপি সবার ভাবা উচিত!