Image description
গ্রেপ্তারের পর গতকাল আতাউল্লাহ (বাঁয়ে) কয়েক বছর আগে অস্ত্রহাতে

মিয়ানমার সেনাবাহিনীর আতঙ্কের নাম আরসা (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) প্রধান আতাউল্লাহ। পুরো নাম আতাউল্লাহ ওরফে আবু আমর জুনুনি। শুধু মিয়ানমার নয়, বাংলাদেশের সব আইনশৃঙ্খলা বাহিনীর কাছে মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে এই দুর্ধর্ষ রোহিঙ্গা।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু কোনারপাড়া এলাকায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) এক কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় মামলার চূড়ান্ত প্রতিবেদনে উঠে আসা ৪৯ জন দুর্ধর্ষ আসামির মধ্যে অন্যতম ছিলেন এই আতাউল্লাহ।

জানা গেছে, মিয়ানমার ভিত্তিক বিদ্রোহী সংগঠন হারাকাহ আল ইয়াকিন। পরে সংগঠনটি পরিচিতি পায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা নামে। বিদ্রোহী এ সংগঠনটির প্রধান আতাউল্লাহ। তিনি রোহিঙ্গাদের কাছে আলোচিত-সমালোচিত। ২০১৭ সালে তার বিতর্কিত সিদ্ধান্তের কারণে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর শুরু হয় দমন নিপীড়ন। লাখ লাখ রোহিঙ্গাকে পালিয়ে আসতে হয় বাংলাদেশে।

নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম বলেন, রোহিঙ্গাদের নিয়ে কফি আনান কমিশনের প্রতিবেদন দেওয়ার আগ মুহূর্তে ২০১৭ সালের ২৫ আগস্ট আতাউল্লাহর নেতৃত্বে মিয়ানমারের পুলিশ চেকপোস্ট হামলা করে আরসা। এ ঘটনার পর মিয়ানমার সেনাবাহিনী সাধারণ রোহিঙ্গাদের ওপর গণহারে নিপীড়ন শুরু করে। ওই হামলার কারণেই লাখ লাখ রোহিঙ্গা আরাকান থেকে বিতাড়িত হয়। তখন থেকে আতাউল্লাহ সাধারণ রোহিঙ্গাদের মাঝে বিতর্কিত চরিত্রে পরিণত। অথচ কফি আনানের ওই প্রতিবেদন রোহিঙ্গাদের অনুকূলেই ছিল। সাধারণ রোহিঙ্গারা মনে করে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আতাউল্লাহর রয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ। রোহিঙ্গাদের বর্তমান দুরবস্থার জন্য তাকেই দায়ী করা হয়।

আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের এক রিপোর্টে বলেছে- আরসা মূলত গড়ে উঠেছে সৌদি আরবে চলে যাওয়া রোহিঙ্গাদের দ্বারা। মক্কায় থাকে এমন ২০ জন নেতৃস্থানীয় রোহিঙ্গা এই সংগঠনটি গড়ে তোলেন। বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতে এদের যোগাযোগ রয়েছে।

জানা যায়, আরসা নেতা আতাউল্লাহ ওরফে আবু আম্মার ওরফে আবু ওমর নামে পরিচিত হলেও তার সাংগঠনিক নাম আবু আমর জুনুনি। আতাউল্লাহর বাবা জন্মসূত্রে মিয়ানমারের নাগরিক, মংডুর বাসিন্দা। আশির দশকে তার বাবা রাখাইন থেকে পাকিস্তানের করাচিতে চলে যান। সেখানেই জন্ম হয় আতাউল্লাহর। তবে তিনি বেড়ে উঠেছেন সৌদি আরবের মক্কা নগরীতে। সেখানে মাদরাসায় পড়াশোনা করেছেন। সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের নিয়ে ফেইথ মুভমেন্ট নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন আতাউল্লাহ। ২০১২ সালের শুরুতে আতাউল্লাহ সৌদি আরব থেকে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান। এরপর সৌদি পাসপোর্ট নিয়েই আতাউল্লাহ চলে আসেন আরাকানে।

২০১২ সালের ২৮ মে এক বৌদ্ধ নারীর বাড়িতে প্রথমে ডাকাতি ও হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় গুজব ছড়িয়ে একটি বাসে হামলার ঘটনা ঘটানো হয়, প্রাণ হারায় ১০ মুসলিম। বাসে হামলাকারীরা ছিল রাখাইন জাতিগোষ্ঠীর লোকজন। পরে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে আরাকানে। প্রাণ হারায় ৮০ জন। উদ্বাস্তু হয়ে পড়ে ১ লাখ মানুষ।

উদ্বাস্তু হয়ে পড়া রোহিঙ্গাদের নিয়ে হারাকাহ আল ইয়াকিন নামে একটি সংগঠন করে পাকিস্তানি নাগরিক আবদুল কুদ্দুস বর্মি। যার প্রধান সামরিক কমান্ডার ছিলেন আতাউল্লাহ ওরফে আবু আম্মার ওরফে আবু ওমর। ২০১৩ সালে যাত্রা শুরু করে হরকাতুল ইয়াকিন। আতাউল্লাহ ছাড়াও সংগঠনটির প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন মুফতি আবুজার আজ্জাম, মাওলানা মুফতি জিয়াউর রহমান, মাওলানা আবুল কালাম, মুহাম্মদ হামজা ও মাওলানা আবদুল হামিদ। পরে এ সংগঠনটি পরিচিতি পায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা নামে।

২০১৭ সালের ২৫ আগস্ট আরাকানের পুলিশ চেকপোস্টে হামলা চালিয়ে আলোচনায় আসে আরসা। মিয়ানমার সরকার দাবি করে, আতাউল্লাহর নির্দেশেই হামলা চালানো হয়। এরপর সেনাবাহিনীর হত্যাযজ্ঞ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা।

আতাউল্লাহ একসময় ছিলেন আরএসও সদস্য। যুদ্ধ করেছেন আফগান-কাশ্মীরে। ছিলেন হরকাতুল জিহাদ উজবেকিস্তানের সামরিক কমান্ডার। ইয়াকিনের হয়ে আন্তর্জাতিক সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। তার সঙ্গে পাকিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান, কাশ্মীর, সিরিয়াসহ আরব দেশের অর্থদাতাদের ভালো যোগাযোগ রয়েছে।

গোয়েন্দা কর্মকর্তা হত্যা মামলার আসামি : সীমান্তের শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পে ঘাঁটি গড়ে তোলে আরসা। সেখানে সুড়ঙ্গ তৈরি করে অস্ত্রের কারখানা ও গোপন আস্তানা করেছিল সংগঠনটির সদস্যরা। শূন্যরেখার ওই আস্তানায় বসে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক কারবার পরিচালনা করতেন আরসা প্রধান আতাউল্লাহ। সেখানে গড়ে তোলা হয়েছিল গোল্ডেন আরাকান নামে অত্যাধুনিক একটি রেস্টুরেন্টও। আস্তানায় মাদক মজুতের খবর পেয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু কোনারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ২০২২ সালের ১৪ নভেম্বর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ও র?্যাব যৌথ অভিযান চালায়। অভিযানকালে আরসার সদস্যদের গুলিতে নিহত হন গোয়েন্দা কর্মকর্তা স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশদী। দীর্ঘ তদন্ত শেষে ২০২৩ সালের ১৫ নভেম্বর আদালতে ৪৯ জনকে আসামি করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিসহ সংগঠনটির ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ২০২৩ সালের ৪ ডিসেম্বর বান্দরবানের মুখ্য বিচারিক হাকিমের আদালত এই আদেশ জারি করেন। এরপর থেকেই তাদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান অব্যাহত রাখে বিভিন্ন সংস্থা।