Image description
 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আদতে বিরোধী দল নয়, বরং সরকার-সমর্থিত একটি অংশ এমন মন্তব্য করেছেন বিশিষ্ট সাংবাদিক মাহবুব কামাল। সম্প্রতি এক টকশোতে সাংবাদিক মাহবুব কামাল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে এই মন্তব্য করেছেন।

টকশোতে মাহবুব কামাল বলেন, "আমি মনে করি এটা কোনো বিরোধী দল না, এনসিপি সরকারেরই একটি অংশ। তা না হলে এরকম কথাবার্তা কেন হবে? তারা যে বলছে, ‘হেলিকপ্টারে সিট খালি ছিল, উঠেগেছি’ এসব হাস্যকর কথাবার্তা।”

তিনি আরও বলেন, "তাদের চাঁদা কারা দিচ্ছে, ফান্ডার কারা এই প্রশ্নের জবাবে এনসিপি নেতারা বলছেন, তারা নাম প্রকাশ করতে চান না, কারণ এতে তাদের বিপদ হতে পারে। এর মানে কী? হয়তো তারা স্বৈরাচারের দোসরদের কাছ থেকে টাকা নিচ্ছে অথবা সরকারের আনুকূল্যে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থায়ন পাচ্ছে।”