Image description

নতুন ভোটারের ছবি তুলে বাড়িতে ফেরার পথে বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। সোমবার (১৭ মার্চ) রাজাপুর বিরইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় সাগর নামের আরেক বন্ধু আহত হন।

নিহতরা হলেন মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের আব্দুল হাইয়ের ছেলে শুভ ইসলাম (২০) এবং সোলাইমানের ছেলে হৃদয় হাসান (২০)।

তিনি আরো জানান, স্থানীয়রা আহতকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আজিজুল হক জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।