Image description
 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বরগুনার মেয়েটির প্রতি অন্যায় করা হয়েছে। মাগুরার সেই শিশুর মামলাটির মতই এই মামলাটির বিচারও দ্রুত সময়ে করার জন্য সরকারের কাছে আমরাও অনুরোধ করব।

সোমবার (১৭ মার্চ) সকাল ১০টায় বরগুনায় যান জামায়াতে ইসলামীর শীর্ষ এ নেতা। এ সময় তিনি মন্টু দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, আমি মন্টু দাসের পরিবারের সঙ্গে কথা বলেছি। খুব খারাপ লেগেছে। নিহত মন্টু দাসের জীবিত অবস্থার কাজকর্ম সম্পর্কে জেনেছি। ছোট ছোট বাচ্চাদের ভরণপোষণ ও লেখা পড়া করার জন্য ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত দলীয় ফান্ড থেকে প্রতিমাসে একটা নির্দিষ্ট হারে তাদের দেওয়া।

 

তিনি বলেন, মাগুরার সেই শিশুর মামলার মতো মন্টু দাসের হত্যা ও মেয়েকে ধর্ষণের মামলার বিচার যেন দ্রুত সম্পন্ন করা হয় সে বিষয়ে আমরা সরকারের অনুরোধ করব।