Image description
 

কুমিল্লার মেঘনা উপজেলায় খাদ্যবান্ধব প্রকল্পের আওতায় চাল বিতরণ উদ্বোধন করলেন গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান মাইনুদ্দিন মুন্সি তপন।

 

১৭ মার্চ উপজেলার সেননগর বাজারে "মেসার্স রাহিম এন্টারপ্রাইজ"-এ এই চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা আবুল কালাম, ট্যাগ কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বেলায়েত হোসেন, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সচিব সলিমুল্লাহ, মেসার্স রাহিম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলী সাঈদ হালিম প্রমুখ।

 

এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা আবুল কালাম দৈনিক আমার দেশকে বলেন, যেহেতু তিনি চেয়ারম্যান, তাই তাকে দাওয়াত দেওয়া হয়েছে।