Image description
 

সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে ভাইরাল হয়েছেন একজন তরমুজ বিক্রেতা, যাঁর মজাদার এবং প্রাণবন্ত বিক্রির ধরন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তার নাম মোহাম্মদ রনি, এবং তিনি ১০ বছরেরও বেশি সময় ধরে তরমুজ বিক্রি করছেন। তবে, সম্প্রতি তার অভিনব বিক্রির স্টাইল এবং হাস্যরসের কারণে তিনি ইন্টারনেটে সেলিব্রিটি হয়ে উঠেছেন।

এবার সেই রনির ব্লেজার এবং শার্ট পরা ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। তবে ফ্যাক্টচেক থেকে দেখা গেছে এই ছবিটি অরিজিনাল নয়। এআই প্রযুক্তির মাধ্যমে এই ছবিটি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়েছে।

তবে, তার এই ভাইরাল হওয়ার পর কিছু নতুন সমস্যা দেখা দিয়েছে। প্রতিদিন অনেক মানুষ তাকে দেখতে দোকানে ভিড় জমাচ্ছেন, এবং বেশিরভাগই ভিডিও করতে আসছেন। এতে তার দোকানের আড়ালে থাকা প্রকৃত ক্রেতারা সরে গিয়ে অন্য দোকানে চলে যাচ্ছেন, ফলে রনি তরমুজ বিক্রিতে বিপাকে পড়েছেন। প্রায় দেড় লাখ টাকা মূল্যের তরমুজ এখনও অবিক্রিত রয়ে গেছে বলে জানান তিনি।

 

রনির এই ভাইরাল হওয়া আনন্দদায়ক হলেও, এটি তার ব্যবসার জন্য কিছুটা বিড়ম্বনাও সৃষ্টি করেছে। তরমুজ বিক্রি করতে না পারায় তিনি বেশ চিন্তিত এবং হতাশ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা শামীম হাসান সরকার। রোববার দিবাগত রাতে তিনি লিখেছেন, ‘তরমুজ ব্যবসায়ীকে দিয়ে সবাই ফেসবুকে বা নিজের ব্র্যান্ডিং করে ডলার কামাইলো, অপরদিকে ঐ তরমুজ ব্যবসায়ী নিজের তরমুজ বিক্রি করতে না পেরে কাঁদছে, তার দেড় লাখ টাকার তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে।’