Image description

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। আবরার হত্যায় ছাত্রলীগ দৃশ্যপটে থাকলেও  পৈশাচিক এ হত্যাকান্ডের ক্ষেত্র তৈরি করেছে ফ্যাসিবাদী শাহবাগপন্থী আরেকটি গ্রুপ। তারা বুয়েটেরই শিক্ষার্থী এবং এ হত্যাকান্ডের ক্ষেত্র প্রস্তুতে তারা নেপথ্য নায়ক হিসেবে ভূমিকা পালন করলেও রয়ে গেছে ধরাছোয়ার সম্পূর্ণ বাইরে।
আমার দেশ এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে আবরার হত্যার পেছনে নেপথ্য নায়ক হিসেবে ভূমিকা পালন করেছে  ‘বুয়েটে আড়িপেতে শোনা’ নামক একটি ফেসবুক গ্রুপের শাহবাগপন্থী  এবং ইসলামবিদ্বেষী হিসেবে পরিচিত বেশ কিছু সদস্য।।  নিচে দেখুন সেই গ্রুপের আলোচনা গুলো ঃ