Image description

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নিজের লেখা একটি বই প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। তিনি বলেন, আমার চোখে জুলাই গণঅভ্যুত্থানের নানা ঘটনাপ্রবাহ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, জানা-অজানা অনেক কিছু পাবেন এ বইতে।

শনিবার (১৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।

 

বই প্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানের ছবি শেয়ার করে আসিফ মাহমুদ লেখেন, আমার চোখে জুলাই গণঅভ্যুত্থানের নানা ঘটনাপ্রবাহ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, জানা-অজানা অনেক কিছু পাবেন এ বইতে।

 

সময় স্বল্পতার কারণে অনেক বিস্তারিত ভাবে লিখার সুযোগ পাইনি। জুলাই গণঅভ্যুত্থানে দেশের নানা প্রান্তে আন্দোলনকে সংগঠিত করা, পরিচালনা করা সবার প্রতি আহ্বান থাকবে আপনারাও লিখুন।

সবার গল্পগুলো আসলেই আগামী প্রজন্ম জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত এবং সম্পূর্ণ ইতিহাস জানতে পারবে।

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বই লিখলেন উপদেষ্টা আসিফ মাহমুদ