Image description

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঈদের পর এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবছর দেশে ফিরবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

শনিবার (১৫ মার্চ) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

কয়ছর এম আহমেদ বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্যের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন এবং আগের চেয়ে ভালো আছেন। ডাক্তারের পরামর্শে ঈদের পর দেশে ফিরবেন বলেও জানান তিনি।

অপরদিকে, তারেক রহমানের বিষয়ে জানতে চাইলে বলেন, তার দেশে ফিরতে কোনও বাধা নেই, তাই এবছর তিনিও দেশে ফিরবেন।

কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। ইফতার মাহফিলে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।