
রাজধানীর কামরাঙ্গীরচর থেকে জালনোট তৈরির সরঞ্জামসহ সংঘবদ্ধ চক্রের ৩ জনকে আটক করেছে পুলিশ। আটকদের কাছ থেকে জাল ২০ লাখ টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। শনিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে আমার দেশকে জানান লালবাগ জোনের ডিসি জসিম উদ্দিনন।
সূত্র বলছে, ঈদকে সামনে রেখে সাধারণত জালনোট কারবারিদের দৌরাত্ম্য বেড়ে যায়। জালনোট তৈরির সাথে বেশ কয়েকটি চক্র সক্রিয় রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে সাঁড়াশি অভিযান চালিয়ে শুক্রবার কামরাঙ্গীরচর থেকে আটক করা ৩ জনের কাছ থেকে আরও তথ্য পাওয়া চেষ্টা করা হচ্ছে। এই চক্রের সাথে পতিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কারো যোগসাজশ আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বিদেশি কোনো গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায়।