Image description
 

পুরুষতান্ত্রিক মানসিকতার শিকার শিশু আছিয়ার মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আগামীকাল শনিবার (১৫ মার্চ) দেশব্যাপী শোক দিবসের কর্মসূচি ঘোষণা করেছে। শোক দিবসে দেশব্যাপী দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও শোক মিছিল অনুষ্ঠিত হবে।

সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে আছিয়া হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দেশের সর্বত্র নারী বিদ্বেষী প্রচার-প্রপাগান্ডা বন্ধের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ আগামীকাল দেশের সকল জেলা-উপজেলায় পার্টি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও শোক মিছিল আয়োজনের জন্য পার্টির সকল শাখার প্রতি আহ্বান জানান।  

ঢাকার কর্মসূচি:  শনিবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে (মুক্তিভবন) কালো পতাকা উত্তোলন ও বিকাল ৪ টায় পার্টি কার্যালয়ের সামনে থেকে শোক মিছিল বের হবে।