
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ স্পষ্ট ভাষায় বলেন, “কেউ যদি সত্যিকার অর্থে দালালি করে থাকে, তাকে দালাল না বলাটাও সংকীর্ণতা। এবং যে দালালি করেছে, তাকে দালাল বলা থেকে আমি বিরত থাকতে রাজি নই।”
তিনি বলেন, “আপনি যখন দেখেছেন যে ১৫-১৬ বছর ধরে কেউ দালালি করেছে, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসের কার্যক্রমে সমর্থন যুগিয়েছে, তখন তাকে তো ফুলের তোড়া দিয়ে বরণ করা যাবে না। তাকে তার কাজের ভিত্তিতেই মূল্যায়ন করতে হবে। দালালকে দালাল বলাটাই ন্যায্য।”
তাহসিন রিয়াজ আরও বলেন, “বাংলাদেশে একটি বিশেষ সময় থেকে ‘ট্যাগিং রাজনীতি’ চালু হয়েছে। যেমন শাহবাগ আন্দোলন থেকে কিছু সংস্কৃতি তৈরি হয়েছে, যেখানে দাড়ি-টুপি দেখলেই কাউকে ছোট করে দেখা হতো। এটি যেমন ভুল, তেমনি অপরাজনীতির বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে।”
তিনি আরও বলেন, “যারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করেছে, যারা দীর্ঘদিন বিভিন্ন রাজনৈতিক শক্তিকে ‘যুদ্ধাপরাধী’ বা ‘স্বাধীনতা বিরোধী’ ট্যাগ দিয়ে দুর্বল করার চেষ্টা করেছে, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। তবে এর অর্থ এই নয় যে, প্রকৃত অপরাধীদের দোষ ধামাচাপা দিতে হবে।”
অবশেষে, তাহসিন রিয়াজ বলেন, “যারা সত্যিকার অর্থে দেশবিরোধী কার্যকলাপ করেছে, তাদের সঠিকভাবে চিহ্নিত করতে হবে। তবে অকারণে রাজনৈতিক প্রতিপক্ষকে ট্যাগ করাও ঠিক নয়। এই দুইয়ের মধ্যে পার্থক্য বুঝতে হবে।”