Image description
 

নাসা জানিয়েছে, শুক্রের পরিবেশ এক সময় পৃথিবীর মতো ছিল এবং মাত্র ৭০ কোটি বছর আগে পর্যন্ত এর অবস্থা পৃথিবীর মতোই ছিল। নাসার Goddard Institute for Space Studies-এর গবেষকরা জানিয়েছেন, শুক্রের পরিবেশ সম্ভবত ২ বিলিয়ন বছর ধরে বাসযোগ্য ছিল।

এই গবেষণায় ব্যবহৃত মডেল পৃথিবীর জলবায়ু পরিবর্তনের পূর্বাভাস দেওয়ার জন্য ব্যবহৃত মডেলের মতো। এতে দেখা গেছে, শুক্রের প্রাচীন পরিবেশে ঘন মেঘ ছিল, যা সূর্যের তীব্র তাপ থেকে গ্রহটিকে রক্ষা করত এবং তাপমাত্রা মডারেট রাখতে সহায়ক ছিল।

গবেষণাটি নাসার Pioneer Venus মিশনের প্রমাণের ওপর ভিত্তি করে করা হয়েছে, যা প্রথম জানিয়েছিল যে শুক্রের এক সময় তরল পানি ছিল। তবে এক সময়ে "রানওয়ে গ্রিনহাউস প্রভাব" এর কারণে শুক্র এখনকার মতো উত্তপ্ত গ্রহে পরিণত হয়েছে।

গবেষণাটি Geophysical Research Letters-এ প্রকাশিত হয়েছে। এতে শুক্রের ঘূর্ণন এবং ভূ-রূপের প্রভাব নিয়ে আরও ধারণা পাওয়া গেছে, যা পরিবেশকে প্রভাবিত করেছিল। বিজ্ঞানীরা বলছেন, শুক্রের ধীর ঘূর্ণন মেঘ তৈরি করতে সাহায্য করেছিল, যা গ্রহটিকে ঠাণ্ডা রাখতে সহায়ক ছিল। শুক্রের স্থলভাগ এবং মহাসাগরের অনুপাতও গ্রিনহাউস প্রভাব সীমিত করতে সহায়ক ছিল।

এই গবেষণার ফলাফল এক্সোপ্ল্যানেটের গবেষণায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে James Webb Space Telescope-এর মতো মিশনগুলোকে সহায়তা করবে, যা আমাদের সৌরজগতের বাইরের সম্ভাব্য বাসযোগ্য গ্রহগুলিকে চিহ্নিত করার জন্য। শুক্রের অতীত ভালোভাবে বুঝে বিজ্ঞানীরা মহাবিশ্বে জীবনের সন্ধানে আরও সঠিকভাবে গবেষণা করতে পারবেন।

সূত্র: নাসা