
মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছেন।
শুক্রবার (১৪ মার্চ) মাগুরার বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী বলেন, “যারা এই নির্মম ঘটনা ঘটিয়েছে, আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাই। এমন ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রুখতে হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
তারা আরও বলেন, “যেখানেই ধর্ষণের ঘটনা ঘটবে, সেখানে পুলিশ যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করে, তাহলে সাধারণ জনগণ নিজেরাই অপরাধীদের বিচার করবে।”
বিচারহীনতার সংস্কৃতিকেই এসব অপরাধের মূল কারণ বলে উল্লেখ করেন এলাকাবাসী। তারা বলেন “বারবার এমন ঘটনা ঘটছে কারণ অপরাধীরা শাস্তি পাচ্ছে না। যদি ধর্ষকদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করা হতো, তবে তারা অপরাধ করার আগে ভয় পেত”।
এলাকাবাসী প্রশাসনের প্রতি দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান জানিয়ে বলেন, “আমরা চাই আছিয়ার হত্যাকারীরা দ্রুত গ্রেফতার হোক এবং আইনের মাধ্যমে তাদের কঠোরতম শাস্তি নিশ্চিত করা হোক।”