Image description

আজ শুক্রবার (১৪ মার্চ) তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী’র অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। ক্যাম্পাসের শহীদ আব্দুল মালেক অডিটোরিয়াম হলে আয়োজিত এই অনুষ্ঠানে মাদ্রাসাটির সাবেক শিক্ষার্থী ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে আমন্ত্রণ জানানোর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

এদিকে, তার আগমন ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করতে দেখা গেছে। আজ বিকেল ৪টার পর থেকে টঙ্গী পশ্চিম থানার পুলিশের একটি দল মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থান নেয়। প্রশাসনের অনুরোধে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার এসআই হানিফ।

তিনি বলেন, তা’মীরুল মিল্লাত মাদ্রাসা প্রশাসন আমাদের কাছে সহযোগিতা চেয়েছে। এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত থাকবেন, তাই আমরা নিরাপত্তার দায়িত্ব পালন করছি।

এদিকে, মাহফুজ আলমের আগমনের বিরোধিতায় কিছু শিক্ষার্থী সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করলেও তা’মীরুল মিল্লাত টঙ্গীর সহকারী অধ্যাপক মাওলানা নুরুল হক শিক্ষার্থীদের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি তার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, মাহফুজ আলম আমাদের মিল্লাতের সাবেক শিক্ষার্থী। তাকে যথাযথ সম্মান দেখানো উচিত।

উল্লেখ্য, মাহফুজ আলম তা’মীরুল মিল্লাতের একজন প্রাক্তন শিক্ষার্থী। তবে তার সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে মতভেদ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে মাহফুজ আলমের আগমনের দিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাদ্রাসা প্রশাসন কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয় বলে জানা গেছে।