Image description
 

রাজনীতির কোনো সমাপ্তি নেই। এর কোনো ফুলস্টপ হয় না। বলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ মার্চ) শাহবাগীবিরোধী ঐক্যের আয়োজনে জাতীয় জাদুঘরের সামনে হওয়া ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

হুম্মাম কাদের বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরীকে যখন হত্যা করা হলো, সবাই ভেবেছিলো তার রাজনীতিতে আজকে হয়ে গেলো ফুলস্টপ। ২০২৫ সাল চলছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনীতিকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। ফুলস্টপের পরে আমি এসেছি। ফুলস্টপের পরে আপনারাও এসেছেন আজকে বিচার চাওয়ার জন্য। 

 

তিনি জনগণের উদ্দেশে বলেন, ‘আপনাদের মনে রাখতে হবে বাংলাদেশের রাজনীতি প্রতিদিন পরিবর্তিত হতে থাকে। আপনাদের সচেতন হতে হবে। আপনাদের মাথায় রাখতে হবে, আজকে যারা আপনাদের বন্ধু কালকে তারা আপনার বন্ধু থাকবে না। সবাই নিজের রাজনৈতিক ফায়েদা নিতে চায়।’