
যমুনা রেলসেতু দিয়ে আগামী ১৮ মার্চ থেকে পূর্ণমাত্রায় যাত্রীবাহী ট্রেন চলবে। আর সদ্য নির্মিত এই সেতু দিয়ে চলাচলকারী সব ট্রেনগুলোর ভাড়া বাড়তে যাচ্ছে। আগামী ১৮ মার্চ সেতুটি উদ্বোধনের পরদিন অর্থাৎ ১৯ মার্চ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
রোববার (৯ মার্চ) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ কথা জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম।
তিনি বলেন, “যমুনা রেলসেতু আগামী ১৮ মার্চ থেকে (আনুষ্ঠানিকভাবে) চালু হচ্ছে। ওইদিন থেকে এটার উপর দিয়ে ফুল ফেজে (পূর্ণমাত্রায়) ট্রেন চলবে। এই রুটে ট্রেনের ভাড়া বাড়বে। যেমন— ঢাকা থেকে রাজশাহীর যে ভাড়া ৪০৫ টাকা ছিল, সেটি ৪৫০ টাকা হবে। যে ট্রেনগুলো এই সেতু অতিক্রম করবে, সেগুলোর ভাড়া বাড়বে। এটা সিস্টেম অনুযায়ীই বাড়বে। ঈদের আগে ভাড়া বেড়েছে বলার সুযোগ নেই।”
এর মধ্যে ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী ধূমকেতু, সিল্কসিটি ও পদ্মা এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ৪০৫ টাকা থেকে ৪৫ টাকা বাড়িয়ে ৪৫০ টাকা, স্নিগ্ধা চেয়ারে ৭৭১ টাকা থেকে ৯২ টাকা বাড়িয়ে ৮৬৩ টাকা, এসি স্পেশাল আসনের ভাড়া ৯২৬ টাকা থেকে ১০৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫ টাকা এবং এসি বার্থ আসনের ভাড়া ১ হাজার ৩৮৬ টাকা থেকে ১৬১ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া বনলতা এক্সপ্রেসের ভাড়াও বাড়ানো হয়েছে।