Image description

রাজধানীর কল্যাণপুরের জাহাজ বাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ নিরীহ যুবককে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের এক আবেদনের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

এ মামলায় সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামানন মিয়া ও মিরপুরের তৎকালীন ডিসি জসিম উদ্দীন মোল্লাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অভিযুক্তদের আগামী ২৪ মার্চ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেয়া হয়েছে। আর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে আগামী ৭মে।

 ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বলেন, ২০১৬ সালের ২৬ জুলাই কল্যাণপুরে ‘অপারেশন স্টর্ম-২৬’ নামের কথিত জঙ্গিবিরোধী অভিযানে নিহত হন ৯ নিরীহ যুবক। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্ত হতে ভদ্র, নামাজি নিরীহ যুবকদের তৎকালীন আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা উঠিয়ে নিয়ে এসে কল্যানপুরের জাহাজ বাড়িতে জঙ্গি নাটকের মাধ্যমে সম্পূর্ণ ঠান্ডা মাথায় হত্যা করে। নিহতের পরিবারগুলোরও দাবি, জঙ্গি নাটক সাজিয়ে এসব যুবককে হত্যা করা হয়।