
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৬ মার্চ মাস সরকারি সফরে চীন যাচ্ছেন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাঠানো বিশেষ ফ্লাইটে তিনি চীন সফর করবেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
কূটনৈতিক সূত্র জানা যায়, চীনের হাইনান প্রদেশে বাউ (বিওএও) ফোরাম ফর এশিয়ার সম্মেলনের আয়োজন করেছে। এ সম্মেলনে অংশ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়। সম্মেলনে যোগদানের পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। চীন সফর শেষে ২৯ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।