Image description

গণপিটুনিতে মানুষ হত্যা বেড়েই চলেছে। সর্বশেষ গত সোমবার রাতে চট্টগ্রামের সাতকানিয়ায় মোহাম্মদ নিজাম উদ্দিন ও মোহাম্মদ সালেক গণপিটুনিতে নিহত হন। স্থানীয় মসজিদে এলাকায় ডাকাত এসেছে ঘোষণা দিয়ে এই দুজনকে হত্যা করা হয়। সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, শুনেছি, ওই দুজনকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দুই মাসে ৩০টি ঘটনায় গণপিটুনিতে নিহত হয়েছে ১৯ জন। আহত হয় ২০ জন। বেসরকারি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম গতকাল কালের কণ্ঠকে এ তথ্য দেন। তিনি বলেন, দেশে গত এক বছরে (২০২৪) গণপিটুনির অন্তত ২০১টি ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ১৭৯ জন। এতে আহত হয়েছে ৮৮ জন।

এইচআরএসএসের প্রতিবেদনে উঠে এসেছে, দেশে গত বছরের (২০২৪) আগস্ট থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সাত মাসে গণপিটুনিতে ১১৪টি ঘটনায় নিহত হয়েছে ১১৯ জন। এ সময় আহত হয় ৭৪ জন। আবার গত বছরের প্রথম সাত মাসের (জানুয়ারি থেকে জুলাই) ৮৭টি ঘটনায় নিহত হয় ৭৯ জন। আহত হয় ৩৪ জন। এইচআরএসএসের এই প্রতিবেদন অনুযায়ী, গত বছরের প্রথম পাঁচ মাস থেকে শেষ সাত মাসে গণপিটুনি বা মব জাস্টিসবেড়েছে।

প্রতিটি ঘটনায় মামলা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। গণপিটুনি বেড়ে যাওয়ায় পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে আইজিপি বাহারুল আলম এরই মধ্যে সারা দেশে পুলিশকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশ দিয়েছেন।

সম্প্রতি পুলিশ সদর দপ্তরে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কোথাও কোথাও গণপিটুনি দিয়ে মানুষ হত্যার নৃশংস ঘটনা পরিলক্ষিত হচ্ছে। এ ধরনের মব জাস্টিস কোনোভাবেই কাম্য হতে পারে না। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর।

এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বলেন, পুলিশ দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ।

অপরাধ বিশ্লেষকরা বলছেন, এভাবে নির্বিচারে মানুষ হত্যার ঘটনায় সমাজে ব্যাপক আতঙ্ক ছড়াচ্ছে। নির্বিচারে মানুষ হত্যার ঘটনা আইন প্রয়োগ ও বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাহীনতার চিত্র তুলে ধরে। পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঠিক নজরদারির পাশাপাশি দায়িত্বে অবহেলার কারণে এ ধরনের ঘটনা বাড়ছে।

এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, দেশে দীর্ঘদিন ধরে নির্বিচারে গণপিটুনিতে মানুষ হত্যা চলছে। এটা চরম অন্যায়। আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়। 

বিভিন্ন সূত্র বলছে, সম্প্রতি ডাকাত ও ছিনতাইকারী সন্দেহেও গণপিটুনি দেওয়ার ঘটনা বেড়ে চলেছে আশঙ্কাজনকহারে। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও গণপিটুনি, হত্যা, সংষর্ষের ঘটনা ঘটছে। এইচআরএসএস সূত্র বলছে, দেশে গত ফেব্রুয়ারি মাসে ১০৪টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৯ জন নিহত হয়েছে। এ সময়ে আহত হয় ৭৫৫ জন।