Image description
 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক সি আর আবরার অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাচ্ছেন। আজ বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় বঙ্গভবনে তিনি শপথ গ্রহণ করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল (সি আর) আবরার নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিচ্ছেন। অধ্যাপক আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়, সাসেক্স বিশ্ববিদ্যালয় এবং গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পেশাগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং মানবাধিকার বিষয়ে সক্রিয়ভাবে কাজ করেছেন, বিশেষ করে পাকিস্তানি নাগরিক, রোহিঙ্গা সংকট এবং ডিজিটাল সিকিউরিটি আইনের বিরোধিতা করেছেন।

তিনি আওয়ামী লীগ সরকারের সময় গুম-খুন এবং নিপীড়নের বিরুদ্ধেও উচ্চকণ্ঠ ছিলেন। পাশাপাশি, তিনি ভারতীয় রাজনীতিবিদ এবং গণমাধ্যমের আগ্রাসী ভূমিকারও সমালোচনা করেছেন। লেখক হিসেবে বিভিন্ন সংবাদপত্র এবং জার্নালে তার নিবন্ধ প্রকাশিত হয়েছে।