Image description
 

সেনবাগে সংঘটিত নৃশংস হামলায় নেজামসহ দুইজন নিহত হয়েছেন। নিহতদের স্বজনরা দাবি করেছেন, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঘটনার দিন সন্ধ্যার পরপরই ৩০০-৪০০ জনের একটি দল জড়ো হয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকে। তাদের মধ্যে অনেকেই ছিল অস্ত্রসজ্জিত। হামলাকারীদের নেতৃত্বে ছিলেন একজন স্থানীয় ব্যক্তি, যাকে ‘নুরু’ নামে চিহ্নিত করা হয়েছে।

এসময় হামলাকারীরা চাপাতি ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নেজাম ও তার সঙ্গীকে নির্মমভাবে হত্যা করে। নেজামের পায়ের রগ পর্যন্ত কেটে ফেলা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ইতিমধ্যে হামলার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়, কীভাবে তাদের আক্রমণ করা হয়েছে।

 

নিহতদের পরিবার দাবি করছে, হামলার পেছনে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে। তারা বলছেন, "আমরা আমাদের দুই ভাইকে হারালাম, ২৪-এর একজন যোদ্ধাকে হারালাম। আমাদের কিছুই চাওয়ার নেই, শুধু লাশের মর্যাদা দিন।"

 

এদিকে, এখনো নিহতদের ময়নাতদন্ত হয়নি বলে পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় প্রশাসন বলছে, পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।