Image description

গরু চোর সিন্ডিকেট প্রধান হিসেবে পরিচিত কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোসাইন। গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় তাকে চট্টগ্রামের তেলিপট্টির দরগা সড়ক থেকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ। এর বদলা নিতে রবিবার দিবাগত রাত সোয়া ১টায় চকবাজার থানার ওসি জাহিদুল কবিরের গ্রামের বাড়ি থেকে গরু লুট করে চোর সিন্ডিকেটের সদস্যরা।  ' 

 

এসব কথা বলেন লুট হওয়া গরুর মালিক চকবাজার থানার ওসির ছোট ভাই মনিরুল কবির রাশেদ। তিনি পেকুয়া-বরইতলী সড়কের পূর্ব মেহেরনামা সালাহউদ্দিন ব্রিজ এলাকার মাস্টার আহমদ কবিরের ছেলে।

মনিরুল কবির রাশেদ বলেন, রবিবার রাতে ভাতিজার নম্বর থেকে কল আসে। সে জানায় বাইরে থেকে গরুর চিৎকার শোনা যাচ্ছে। সাথে সাথেই ঘর থেকে বের হই আমি ও ছোটন। দেখি গোয়ালঘরে চারটি গরু নেই। বাড়ি থেকে সড়কের দূরত্ব ৫০ ফুট। সামনে এগোতেই দেখতে পাই একটি পিকআপে গরু তোলা হচ্ছে। গুলি করতে পারে এমন আশঙ্কা ছিল। আড়াল থেকে আমি চোর চোর বলে চিৎকার দিই। পরক্ষণেই বাতি জ্বালিয়ে গুলি ছোড়ে ডাকাতেরা। তবে তিনটি গরু তুলতে পারলেও একটি গরু ফেলে যায় ডাকাতেরা।

 

গরুর মালিক মনিরুল কবির রাশেদ দেশ রূপান্তরকে বলেন, ডাকাতির পর গরুভর্তি পিকআপটি চকরিয়ার বরইতলী রাস্তার মাথার দিকে চলে যায়। ঘটনার পর পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ভুক্তভোগীরা লিখিতভাবে অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন থানার ওসি সিরাজুল মোস্তফা।