Image description

Aminul Islam (আমিনুল ইসলাম)

 
বৈষম্য বিরোধীরা আজ নতুন একটা ছাত্র সংগঠনের ঘোষণা দিয়েছে। সেই সংগঠনের মূল নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া দেশের অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের কেউ নেই!
 
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর প্রতিবাদ করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এমনকি আজ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েদের গায়ে পর্যন্ত হাত তুলেছে!
 
অথচ ১৭ জুলাইয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন সব চুপ হয়ে গিয়েছিল। অনেকেই ব্যাগ গুছিয়ে গ্রামের বাড়িতে চলে গিয়েছিল। তখন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আন্দোলনটা চালিয়ে নিয়ে গেছে।
 
বাড্ডা-বনশ্রী এলাকার কথা মনে আছে? সেখানে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল? প্রাইভেটের শিক্ষার্থীরাই সেখানে প্রতিরোধ গড়ে তুলেছিলো। কিংবা উত্তরায় কারা প্রতিরোধ গড়ে তুলেছিলো?
 
শুধু প্রাইভেট কেন? সায়েন্স ল্যাবের কথা মনে আছে? কারা সায়েন্স ল্যাব অবরোধ করে রেখেছিলো?
 
সাত কলেজের শিক্ষার্থীরা। কই, ওদের কাউকে তো এখন দেখা যাচ্ছে না!
 
আর যাত্রাবাড়ীর কথা কি এর মাঝে ভুলে গেছেন?
 
সেখানকার মাদ্রাসার শিক্ষার্থীরা ঢাল হয়ে না থাকলে সবাইকেই উড়ে যেতে হতো। আর এখন কি দেখছি আমরা?
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক আর শিক্ষার্থীরা দেশের ইজারা নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর শিক্ষার্থীরা গত ৫৩ বছর ধরে এই দেশকে পরিচালিত করেছে। ফলাফল?
 
দেশটা একটা ভাগাড়ে পরিণত হয়েছে। এরা ২৪-এর আন্দোলনকেও হাইজ্যাক করার চেষ্টা করছে। তাছাড়া পুরো বাংলাদেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কাউকে কি দেখতে পেয়েছেন ছাত্রদের এই নতুন দলে?
 
সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের! আমি মনে করি- দেশের অন্য সকল পাবলিক-প্রাইভেট, সাত কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচিত হবে এখনই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এই সিন্ডিকেটকে অস্বীকার করে নিজেরা একটা শক্তিশালী সংগঠন দাঁড় করানো।
 
তোমরা কেন ওদের কাছে যাও? কোন দরকার নাই। বরং নিজেরাই এবার ওদের প্রতিপক্ষ হয়ে এদের দেখিয়ে দাও- ঢাবি সিন্ডিকেট তোমরা মানো না।
 
আগ্রাসন আর আধিপত্য শুধু মাত্র ভারত আর অ্যামেরিকাই করে না। বাংলাদেশে ৫৩ বছর ধরে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগ্রাসন এবং আধিপত্যবাদ।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কথা বলছি না। বলছি যারা আধিপত্য বিস্তার করে অন্যায় করে বেড়াচ্ছে; তাঁদের কথা।
 
মনে রাখবেন- বাংলাদেশে পরবর্তীতে যদি কোন বিপ্লব হয়। সেটা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে। আর এর শুরু হোক আজ থেকেই।