Image description

Ali Ahmad Mabrur (আলী আহমদ মাবরুর)

 
সবার আগে আমাদের বোঝা দরকার যে, আমাদের দেশের ইনস্টিটিউশন হুট করে এখন এসে ধ্বংস করা হচ্ছে না। এগুলো বিগত সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী আমলেই ধ্বংস হয়েছে। বিচারিক প্রক্রিয়াসহ আরো যেসব প্রশাসনিক প্রক্রিয়া এই সময়ে পরিচালনা করা হয়েছে তার সবই মেনিপুলেটেড।
 
জনগণ এগুলোর মাধ্যমে ভিকটিমাইজড হয়েছে বলেই ছাত্র জনতার আন্দোলনে সর্বস্তরের মানুষ মাঠে নেমেছিলেন, সম্পৃক্ত হয়েছিলেন। সব কিছু যদি সঠিক ও ন্যায়নিষ্ঠ হতো, তাহলে আজকে দেশের এই হাল হয় না, হাসিনাকেও পালাতে হতো না।
 
জনগণের চাওয়া পূরণে সচেষ্ট হওয়া প্রয়োজন। জনগণ তো সরকারকে সফল দেখতেই চায়। কিন্তু জনগণের আকাংখা যদি এত বড়ো বিপ্লবের পরও অধরা থেকে যায়, আর সরকার যদি তা বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে এর দায় কে নেবে? সরকার ফ্যাসিবাদীদের বিচারের আওতায় আনতে পারলে তাদের ওপর জনগণের আস্থা বাড়তো।
 
রাজনৈতিক হানাহানি কমিয়ে আনা দরকার। তবে এগুলোর অজুহাতে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই। জনগণ কোনো কিছতেই, কোনো কারণেই আওয়ামী লীগকে এক ফোটা স্পেস দিতেও রাজি নয়।