Image description

ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এখন জেলহাজতে। এরই মধ্যে সাবেক এই মন্ত্রী, তাঁর স্ত্রী শিরিন আখতার বানু এবং ছেলে রেজওয়ান শাহনেওয়াজ সুজিতের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। কিন্তু সাবেক এই মন্ত্রীর সাজানো ছকেই চলছে কৃষি প্রশাসন।

আওয়ামী লীগ রক্ষায় যেসব কৃষি ক্যাডার কর্মকর্তা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আন্দোলনের মাঠে সরব ছিলেন, অর্থ জুগিয়েছেন, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে মাঠ দাপিয়ে বেড়িয়েছেন, তাঁরা এখনো কৃষি প্রশাসনের দায়িত্বে।

কৃষি কর্মকর্তারা বলছেন, আওয়ামী লীগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাবেক কৃষিমন্ত্রীর অনুগত কর্মকর্তারা যোগাযোগ করছেন, সাবেক মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাঁরা চলছেন। কৃষিতে সাবোটাজ হতে পারে যেকোনো সময়।

বিসিএস কৃষি ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মো. রেজাউল ইসলাম (মুকুল) বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উন্নয়ন কর্মকাণ্ড আওয়ামী প্রকল্প পরিচালকদের কাছে জিম্মি। ঠিকাদারদের সঙ্গে মিলেমিশে সরকারি অর্থ লুট করেছেন এসব কর্মকর্তা।

কৃষিবিদরা বলছেন, কৃষি মন্ত্রণালয় ১৭টি সংস্থার মাধ্যমে কৃষককে সেবা দিচ্ছে। এই সংস্থার মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রধান ভূমিকা রাখছে। শুধু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরই রয়েছে মাঠ পর্যায়ে কর্মীবাহিনী, যাঁরা প্রশিক্ষণ, প্রদর্শনী, উদ্বুদ্ধকরণ, মাঠ দিবসসহ বিভিন্ন মাধ্যমে সরাসরি কৃষককে সহায়তা দেন। আর এ কাজে অর্থ সহায়তা করে বিভিন্ন প্রকল্প।

বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রায় ৩০টিরও বেশি প্রকল্প রয়েছে। সাধারণত দক্ষ ও যোগ্য কর্মকর্তারাই প্রকল্প প্রস্তুতে সহায়তা করেন এবং তাঁকেই প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু বিগত স্বৈরাচারী সরকারের সময় এই নিয়মের তোয়াক্কা করা হয়নি। প্রকল্প যেই প্রস্তুত করুক না কেন আওয়ামীপন্থী কৃষিবিদ নেতার বাইরে কাউকে প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগই ছিল না। মানসম্মত উদ্যান উন্নয়ন প্রকল্প প্রস্তুত করেন ড. মাহফুজ হোসেন।

কিন্তু প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর আস্থাভাজন এস এম কামরুজ্জামানকে। একইভাবে আউয়ুবুর রহমানের প্রস্তুতকৃত প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছিল বেনজীর আহমেদকে। ড. সাইফুল ইসলামের তৈরিকৃত টিস্যু কালচার প্রজেক্টে তাঁর মতামত উপেক্ষা করে এর প্রকল্প পরিচালক করা হয়েছে তালহা জোবায়ের মাশরুরকে, যাঁর হর্টিকালচারে কাজ করার অভিজ্ঞতাই নেই। একইভাবে অভিজ্ঞতা, যোগ্যতা না থাকার পরও কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ শীর্ষক প্রকল্পের পরিচালক করা হয়েছিল মোহাম্মদ বনি আমিনকে।

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পে পরিচালক করা হয়েছিল ছাত্রলীগের পদধারী জিয়াউর রহমানকে। এভাবে প্রতিটি প্রকল্প সাজানো হয়েছিল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাবেক নেতাকর্মীদের দিয়ে।

আর এই প্রকল্প পরিচালক নিয়োগে প্রধান ভূমিকায় ছিলেন সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সহযোগী কৃষিবিদ হামিদুর রহমান, যাঁকে ৩৪ জন সিনিয়র কর্মকর্তাকে ডিঙিয়ে মহাপরিচালক করা হয়েছিল। তিনি আবার বর্তমানে একটি প্রকল্পের কনসালট্যান্ট হিসেবে কর্মরত।

আবার নতুন করে যাঁদের বিভিন্ন প্রকল্পে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের বিরুদ্ধেও রয়েছে পতিত সরকারের কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ। প্রগাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আবুল কালাম আজাদকে। যিনি কিশোরগঞ্জের উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের আশীর্বাদপুষ্ট এবং তাঁর ছেলের তদবিরে রাজবাড়ী থেকে বদলি হয়ে কিশোরগঞ্জে আসার অভিযোগ রয়েছে।

আব্দুর রাজ্জাকের নির্দেশে হামিদুর রহমানের নেতৃত্বে ও প্রকল্প পরিচালকদের অর্থায়নে গত বছরের ৪ আগস্ট শেখ হাসিনায় আস্থা জানিয়ে শান্তি মিছিলের আয়োজন করা হয়েছিল। প্রকল্প পরিচালক ড. মেহেদি মাসুদ, যিনি আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়নে এতটাই সক্রিয় ছিলেন যে, তাঁর অবসরের পরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল; যা ডিএই-এর ইতিহাসে প্রথম। যদিও সম্প্রতি তাঁর চুক্তি বাতিল হয়।

বর্তমান মহাপরিচালক সাইফুল আলম ৪ আগস্টের আওয়ামী লীগের শান্তি মিছিলে নেতৃত্বদানকারী কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে মহাপরিচালক ছাড়াও আটটি পরিচালকের পদ রয়েছে। প্রতিটি পদেই রয়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের আস্থাভাজন কর্মকর্তারা।

সরেজমিন উইংয়ের পরিচালক হিসেবে রয়েছেন আওয়ামীপন্থী নেতা ওবায়দুর রহমান মণ্ডল। তাঁর বাড়ি গাইবান্ধা। সব সময় তিনি গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। গত ১৭ বছরে তিনি আওয়ামীপন্থী কর্মকর্তা হিসেবে সব সময়ই সুবিধাজনকভাবে পদায়ন নিয়েছেন। পরিচালক, প্রশাসন ও অর্থ উইংয়ের পদে রয়েছেন মো. হাবিব উল্লাহ, যিনি শেখ কামালের স্ত্রী সুলতানা কামালের মাতুয়াইল এলাকার বাসিন্দা এবং পারিবারিকভাবে ঘনিষ্ঠ। তিনি ছাত্রলীগের নেতা ছিলেন। এলাকায় তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত।

অন্যদিকে পাট গবেষণা ইনস্টিটিউটের বর্তমান মহাপরিচালক ড. নার্গীস আক্তার শেখ হাসিনার আস্থায় বিশ্বাসী। গত বছরের ৪ আগস্ট শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে রাখার পক্ষের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এই কর্মকর্তাকে এখনো মহাপরিচালক হিসেবে বহাল রাখার প্রতিবাদে ফার্মগেটের বিভিন্ন দেয়ালে তাঁর ছবিসংবলিত পোস্টার সেঁটে দিয়েছে ফ্যাসিস্টবিরোধী সংগঠন

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদও  আব্দুর রাজ্জাকের আস্থাভাজন হিসেবে বৈষম্যবিরোধী ছাত্রদের বিপক্ষের শক্তির নেতৃত্ব দিয়েছেন। আওয়ামী সরকার পতনের পরও আব্দুর রাজ্জাকের আস্থাভাজন কর্মকর্তা রয়েছেন কৃষি গবেষণা ফাউন্ডেশনেও। সাবেক মন্ত্রীর আস্থাভাজন ড. বখতিয়ারের নির্দেশনায় এই সংস্থাটি চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। কেজিএফের নির্বাহী পরিচালক ড. নাথু রাম সরকার সাবেক কৃষিমন্ত্রীর স্বজনদের পরামর্শ নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন।

অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) কৃষিবিদ রাশিদুল হাসান হারুন বলেন, খোদ কৃষি মন্ত্রণালয়ে এখনো স্বৈরাচারের দোসররা বসে আছেন। এমনকি বর্তমান কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়াও শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ছিলেন। নতুন পদায়নেও তাঁরা প্রাধান্য পাচ্ছেন। অনেক অভিযোগ করেছি। কিন্তু কোনো কাজ হয়নি।

কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া কালের কণ্ঠকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তিনি আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।