Image description

জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ১৭ বছরের জঞ্জাল, অব্যবস্থাপনা ও অরাজকতা মাত্র ১৫ মাসে দূর করা সম্ভব না। আমরা ইতোমধ্যে কিছু কিছু সমস্যার মুখোমুখি হচ্ছি। যেভাবে রাষ্ট্র ব্যবস্থাকে ভাঙচুর করে সবকিছু ফেলে পালিয়ে গেছে, সেটিকে টেনে তুলতে একটু সময় তো লাগবে। আমরা চেষ্টা করছি যাতে ল অ্যান্ড অর্ডার ভালো হয়।

শনিবার দুপুরে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে ইজিআইএমএনএস শীর্ষক প্রকল্পের লাইট হাউজের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

আগামী রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভেঙে দিতে সবাই প্রশাসনকে সহযোগিতার আহবান জানিয়ে উপদেষ্টা বলেন, এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি। প্রশাসনকে নির্দেশনা দেওয়া আছে তারা যেনো বাজার সিন্ডিকেট ভেঙে দেয়। এ বিষয়ে সাধারণ মানুষ প্রশাসনকে সহযোগিতা করবেন।

তিনি বলেন, নোয়াখালীর চেয়ারম্যান ঘাট হতে নলচিরা ঘাট পর্যন্ত জুন-জুলাইয়ে ফেরি চলাচলের উপযোগী না। যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা নতুন ফেরি নির্মাণ করছি।

পরে তিনি নিঝুমদ্বীপের স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। এসময় মানুষজন তাদের বিভিন্ন সমস্যার কথা উপদেষ্টার কাছে জানান। নিঝুমদ্বীপ দেশের পর্যটনে ব্যাপক ভূমিকা রাখতে পারে মন্তব্য করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন উপদেষ্টা।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, পুলিশ সুপার আবদুল্ল্যাহ আল ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাতিয়া প্রতিনিধি ও স্থানীয় বিএনপির নেতারাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।