Image description
 

স্রোতের বিপরীতে গিয়ে প্রতিরোধ গড়ে তোলা এদেশের সুশীল সমাজের জন্য খুবই বিরল ঘটনা। এমনটা বলেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনি। 

গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) একটি বেসরকারি টেলভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটিই বলেন সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনি।

তিনি বলেন, বাংলাদেশের কথিত সুশীলদের প্রতিরোধ গড়ে তোলার অনাগ্রহকে চাটুকারিতার সাথে সমালোচনা করে তিনি বলেন, ‘আমাদের সুশীলরা সব সময় হাওয়া অনুযায়ী পাখা মেলে দেয়। যেদিকে হাওয়া সেদিকে তারা উড়তে থাকে। তাই স্রোতের বিরুদ্ধে গিয়ে এদেশের কোনো বুদ্ধিজীবী সুশীলরা খুব বেশি আকারের পাহাড়সম প্রতিরোধ গড়ে তুলেছে এমনটা দেখা যায়নি। ফলে এখন পর্যন্ত আমাদের সুশীলদের সাহসকে প্রশংসা করতে হবে।’ 

 

বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙা নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, অনেক সময় অনেক ঘটনা আমাদের চেয়ে চেয়ে দেখতে হয়। ৩২ নম্বর নিয়ে যা ঘটেছে তা ইতিহাস নয়। একটি ঘটনা মাত্র। আজ থেকে ত্রিশ বছর পরে যা রচিত হবে সেটাই হবে ইতিহাস। যার জন্য অনেকে অনুশোচনা করবে, অনেকজনকে শাস্তি পেতে হবে। অনেকে তখন অশ্রু বিসর্জন করবে এবং অনেকে হাসবে। 

বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্ররাজনীতির প্রয়োজনীয়তা সম্পর্কে রনি বলেন, আমার মনে হয় ছাত্ররাজনীতি থাকা উচিৎ এবং এটি খুবই জরুরি। যেহেতু এদেশে শিক্ষার হার খুবই অল্প। আর শিক্ষিত সম্প্রদায় যারা আসছেন, যারা ভোটার হয়ে যাচ্ছেন, তারা রাজনীতি সম্পর্কে সচেতন না হলে,নিজের মতামত ব্যক্ত না করলে শেষমেষ রাজনীতি থাকবে না। ফলে ছাত্র রাজনীতি বিশ্বের অন্য কোথাও না চললেও বাংলাদেশে দরকার আছে।