Image description

জুলাই গণঅভুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের মধ্যে আলোচিত নাম সাদিক কায়েম। যিনি সালমান নামে ওই সময় বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপন ও আন্দোলন সমন্বয়ের কাজ করেছেন বলে জানা গেছে। সাদিক কায়েম ঢাবি শিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক।

সম্প্রতি গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এ নিয়ে বিভিন্ন পক্ষ থেকে ভিন্ন ভিন্ন দাবি ওঠেছে।

শুক্রবার গণঅভ্যুত্থানে সাদিক কায়েমের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট করেন। এসব পোস্টে সাদিক কায়েমের নেতৃত্ব ও সাহসের প্রশংসা করেছেন তারা।

তবে, গণঅভ্যুত্থানে কী কী ভূমিকা রেখেছেন এ নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি সাদিক কায়েম। তবে, শুক্রবার রাতে সাদিক কায়েমকে নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ।

তিনি ওই পোস্টে বলেন, অকৃতজ্ঞতা আর নোংরামি ছাত্রশিবিরের সাদিক কায়েমের কাছে কখনো পাননি, পাওয়ার সম্ভাবনাও নাই। অসীম সাহস ও প্রশস্ত হৃদয়ের অধিকারী সাদিকেরা শতাব্দীতে খুব অল্পই জন্মায়। সময় যত গড়াবে ততই বুঝবেন- সত্য লুকানোর পরিণাম খুবই ভয়াবহ।

ইনকিলাব জিন্দাবাদ