Image description
 

ঠাকুরগাঁও সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিএসএফ'র হাতে আটক ২ বাংলাদেশিকে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ। ঠাকুরগাঁও ৫০ বিজিবির পক্ষ থেকে শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজিবি’র তৎপরতা, নিরলস প্রচেষ্টা ও বিএসএফ এর সাথে যোগাযোগ ও প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে এই ২ জন বাংলাদেশী নাগরিককে ফেরত আনা সম্ভব হয় বলে জানানো হয়েছে।

বিজিবি জানায়, গত বুধবার (১২ ফেব্রুয়ারি ২০২৫) আনুমানিক রাত ১১-৪৫ মিনিটে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীনস্থ বেতনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৬৬/১-এস এর বিপরীতে ভারতের অভ্যন্তরে ৭২ বিএসএফ ব্যাটালিয়নের কাদেরগঞ্জ ক্যাম্পের টহলদল এই ২ জন বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক করে। আটক এই বাংলাদেশিরা হচ্ছেন, বিকাশ শীল (২২) ও পূর্ণ নাথ (২৬)। বিকাশ শীল জেলার রাণীশংকৈল উপজেলার যোগীপাড়া গ্রামের দুলাল শীলের ছেলে। এদিকে পূর্ণনাথ রাণীশংকৈল উপজেলা সদরের মদন নাথের ছেলে। এ সময়ে তাদের সাথে যাওয়া অপর ৩ জন বাংলাদেশী নাগরিক ঘটনাস্থল হতে বাংলাদেশের দিকে পালিয়ে যায় বলে বিএসএফ বিজিবিকে জানায়।

 

এ ঘটনা জানার পর বিএসএফ এর নিকট আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে ফেরত আনার বিষয়ে বিজিবি বিএসএফ এর সাথে যোগাযোগ অব্যাহত রাখে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার বিএসএফ সীমান্ত পিলার ৩৬৬/২-এস এর নিকট ভারতের অভ্যন্তরে মানিকখাড়ী নামক স্থানে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ফলপ্রসু এই বৈঠকের মাধ্যমে বর্ণিত বাংলাদেশী নাগরিকদেরকে বিএসএফ বিজিবির কাছে ফেরত দেয়।

বিজিবি অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশের দায়ে এই ২ জনকে হরিপুর থানায় পুলিশের কাছে সোপর্দ করে ।

 

যাযাদি