![Image description](https://content.bdtoday.net/files/img/202502/8714cddb4daefdd3a1744751411ff4d6.png)
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগীদের নিয়ে বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আয়নাঘর পরিদর্শন করেছেন। এরই প্রেক্ষিতে, ‘আয়নাঘর উদ্বোধনে প্রধান উপদেষ্টা’ শীর্ষক শিরোনামে মূলধারার অনলাইন গণমাধ্যম বার্তা২৪ ডট কমের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
তবে এ ফটোকার্ড সঠিক নয় বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রিউমর স্ক্যানার প্রতিবেদনে বলা হয়েছে, ‘আয়নাঘর উদ্বোধনে প্রধান উপদেষ্টা’ শীর্ষক তথ্যে বা শিরোনামে বার্তা২৪ ডট কম কোনো ফটোকার্ড অথবা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তা নিয়ে বার্তা২৪ ডট কমের ডিজাইন নকল করে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
রিউমর স্ক্যানার টিম জানায়, ওই ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা গেছে তাতে বার্তা২৪ ডট কমের লোগো রয়েছে এবং কার্ডটি প্রকাশের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৫।
বার্তা২৪ ডট কমের লোগো ও প্রকাশের তারিখের সূত্র ধরে গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে ‘আয়নাঘর উদ্বোধনে প্রধান উপদেষ্টা’ শীর্ষক শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পায়নি রিউমর স্ক্যানার টিম। এ ছাড়াও, বার্তা২৪ ডট কমের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও ওই দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড দেখা যায়নি।
রিউমর স্ক্যানারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১২ জানুয়ারি গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে ‘আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া গেছে। ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা গেছে সম্প্রতি প্রকাশ হওয়া ফটোকার্ডটির সঙ্গে ওই ফটোকার্ডটির ডিজাইন ও ফটোকার্ডে ব্যবহৃত ছবির পুরোপুরি মিল রয়েছে। তবে এই ফটোকার্ডের শিরোনামে ‘আয়নার পরিদর্শনে প্রধান উপদেষ্টা’ শীর্ষক শিরোনাম থাকলেও আলোচিত ফটোকার্ডে শিরোনামে ‘পরিদর্শনের’ পরিবর্তে ‘উদ্বোধনের’ শব্দ উল্লেখ রয়েছে।
অর্থাৎ, বার্তা২৪ ডট কমের এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, বার্তা২৪ ডট কম তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে আলোচিত ফটোকার্ডটি তাদের নয়।
অতএব, ‘আয়নাঘর উদ্বোধনে প্রধান উপদেষ্ট’ শীর্ষক শিরোনামে বার্তা২৪ ডট কমের নামে ফেসবুকে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।