![Image description](https://content.bdtoday.net/files/img/202502/0070705781e008cf53ff6bcbec316298.png)
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে টানা অষ্টম দিনের মতো আন্দোলন করছেন প্রার্থীরা।
আজ বৃহস্পতিবার সকাল থেকে তারা রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ আলোকচিত্রী প্রবীর দাশ জানান, বর্তমানে জাতীয় জাদুঘরের সামনে আনুমানিক তিন শতাধিক প্রার্থী অবস্থান করছেন। মাথায় জাতীয় পতাকা বেঁধে ও হাতে প্ল্যাকার্ড উঁচিয়ে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বেশিরভাগই এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। কেউ কেউ শিশুদেরও সঙ্গে নিয়ে এসেছেন।
প্রবীর দাশ আরও জানান, বিক্ষোভকারীদের মধ্যে কাউকে কাউকে কাফনের কাপড় পরে থাকতেও দেখা গেছে।
ঘটনাস্থলে কাফনের কাপড় পরিহিত এক নারীকে দেখা যায় তার দুই শিশু সন্তানকে পাশে নিয়ে স্লোগান দিতে। কাফনের কাপড় পরিহিত ছয় বছরের শিশুটি একটু পর পর মায়ের চোখ মুছে দিচ্ছিল।
চট্টগ্রাম থেকে আসা রাশেদা বেগম নামের সেই নারী ডেইলি স্টারকে জানান, বড় মেয়েটা আমাকে সারাক্ষণ কান্না করতে দেখে, তাই সান্ত্বনা দিচ্ছিল। বলছিল, 'আম্মু কান্না করো না, তোমার চাকরি হবে। আমি বড় হয়ে তোমাকে অনেক সুখে রাখব।'
তিনি বলেন, 'এ সরকার আমাদের চাকরি দিয়েও কেড়ে নিয়েছে। তাই আমরা রাস্তায় নেমেছি। চাকরি ফিরিয়ে না দিলে সন্তানদের নিয়েই রাস্তায় শহীদ হয়ে যাবো'