Image description

গাজ্জা ইস্যুতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুতর অপরাধ করতে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শ’রা আল জুলানী।

তিনি বলেন, কোনো শক্তিই ফিলিস্তিনিদের তাদের জমি থেকে সরাতে পারবে না। বহু দেশ এ চেষ্টা করেছে এবং তারা ব্যর্থ হয়েছে, বিশেষত গত দেড় বছর ধরে গাজায় সংঘটিত যুদ্ধের পরও।

সম্প্রতি ব্রিটেনের পডকাস্ট দ্য রেস্ট ইজ পলিটিক্স-এ এক সাক্ষাৎকারে ট্রাম্পের প্রস্তাবকে গুরুতর অপরাধ বলে উল্লেখ তিনি এসব কথা বলেন।

ট্রাম্পের গাজ্জা দখলের বিষয়ে জুলানী বলেন, ফিলিস্তিনিদেরকে তাদের প্রাচীন ভূখণ্ড থেকে বিতাড়িত করার ট্রাম্পের এমন পদক্ষেপ রাজনৈতিক এবং নৈতিকভাবে সঠিক নয়।

তিনি বলেন, ৮০ বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাতে ফিলিস্তিনিদের স্থানচ্যুত করার সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। যারা তাদের জন্মভূমি ছেড়ে চলে গিয়েছিল, তারা তাদের সিদ্ধান্তে আফসোস করেছে। ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে তাদের জমি ধরে রাখা।

তিনি আরও বলেন, ফিলিস্তিনিরা তাদের ভূখণ্ডে থাকার অধিকার সুরক্ষিত করতে কঠোর সংগ্রাম করেছে এবং তারা কখনো তাদের ভূমি ছাড়বে না। এ ধরনের পরিকল্পনা আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারেরও পরিপন্থি।

সিরিয়ার প্রেসিডেন্টের এই বক্তব্য ফিলিস্তিনিদের প্রতি এক দৃঢ় সমর্থন হিসেবে দেখা হচ্ছে, যেখানে সিরিয়া, মিসর, জর্ডান এবং অন্যান্য আরব দেশ ট্রাম্পের গাজ্জা দখলের পরিকল্পনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে।