Image description
 

তিন মাস আগে ফোনে বিয়ে হওয়া বরগুনার পাথরঘাটার বাসিন্দা সৌদিপ্রবাসী মোহাম্মদ মোসলেম মুসার (৩২) চলতি মাসের ২৩ তারিখে দেশে আসার কথা ছিল। কিন্তু সড়ক দুর্ঘটনার শিকার হয়ে তাঁকে চলে যেতে হয়েছে পরপারে। গত শুক্রবার দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার তাঁর মৃত্যু হয়।

গতকাল স্থানীয় সময় বেলা ৩টার দিকে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) সৌদি আরবের একটি হাসপাতালে মৃত্যু হয়‌ মোহাম্মদ মোসলেম মুসার। গত শুক্রবার রাত ৮টার দিকে সৌদি-কুয়েত সীমান্ত এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি।

মুসার বড় ভাই সৌদিপ্রবাসী মোহাম্মদ হিরু মিয়া আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আট বছর আগে মুসা সৌদি আরবে আসেন। তিনি সৌদি আরবে গাড়ি কিনে ভাড়ায় চালাত‌েন। গত শুক্রবার রিয়াদ থেকে এক যাত্রী নিয়ে কুয়েত সীমান্তের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা এক সৌদি নাগরিকের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই সেই যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় মুসাকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে ভর্তি করে। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

মুসার পারিবারিক সূত্রে জানা গেছে, তিন মাস আগে পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নের বাইনচুকটি এলাকার এক সৌদিপ্রবাসীর মেয়ের সঙ্গে পারিবারিক সম্মতিতে মোবাইল ফোনে বিয়ে হয় মুসার। এ মাসের ২৩ তারিখ মুসার দেশে এসে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নববধূকে বাড়িতে তুলে আনার কথা ছিল। সে অনুযায়ী বিমানের টিকিটও কাটা ছিল তাঁর।