Image description
 

রাজধানী ঢাকার ধামরাইয়ে পিকনিকে আসা একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে পার্কের কর্মচারীদের সংঘর্ষ ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে কুল্লা ইউনিয়নের সীতি এলাকার আলাদীনস পার্কে মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে এ ঘটে।

ঘটনার পর পার্কের মালিকের ছেলে রিফাত মাহমুদ, পার্কের ম্যানেজার রনি, পার্কের মালিক আলাউদ্দিন ও কর্মচারী আবুল কালাম আজাদের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদি হয়েছেন কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাই মজুমদার। অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।

জানা  গেছে, উপজেলার কুল্লা ইউনিয়নের সীতি এলাকায় আলাদীনস পার্কে ঢাকার মিরপুর থেকে বনফুল আদিবাসী গ্রীণ হার্ট স্কুল ও কলেজের প্রায় ৬০০ শিক্ষক-শিক্ষার্থী বনভোজনে আসেন। তাদের মোবাইল ফোন ও প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য পার্ক কর্তৃপক্ষ থেকে লকার দেওয়া হয়। ওই লকার থেকে মোবাইল ফোন হারানোর অভিযোগ এনে পার্কের কর্মচারী রিয়াদের সঙ্গে বাগবিতন্ডা হয় কয়েক শিক্ষার্থীর। এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এ সময় সুইমিংপুল সংলগ্ন ভবনের থাই গ্লাস ভাঙচুর করে শিক্ষার্থীরা।

খবর পেয়ে পার্কের কর্মচারীরা সেখানে গেলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়। পরে পার্কের কর্মচারীরা পিকনিকে শিক্ষার্থীদের বহনকরা ৭-৮টি বাস ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বনফুল আদিবাসী গ্রীণ হার্ট স্কুল ও কলেজের সহকারী অধ্যাপক জাকিদুল ইসলাম জানান, লকার থেকে ছাত্রদের মোবাইল ফোন হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে পার্কের কর্মচারীরা শিক্ষার্থীদের ওপর হামলা করে। 

তিনি অভিযোগ করে বলেন, পার্কের কর্মচারীরা ও এলাকাবাসী একজোট হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ও বাস ভাঙচুর করে। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ২০ জন আহত হয়।

পার্কের মালিক আলাউদ্দিন জানান, লকারে রাখা মোবাইল ফোন চুরির অভিযোগ এনে পার্কের কর্মচারী রিয়াদের সঙ্গে বাগবিতন্ডা হয়। এরপর কয়েকজন কর্মচারীকে মারপিট করে শিক্ষার্থীরা ও পার্ক ভাঙচুর করে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করে। তবে বাস ভাঙচুরের বিষয়টি তিনি অস্বীকার করেন।  

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, আলাদীনস পার্কে পিকনিকে আসা শিক্ষার্থীদের মোবাইল ফোন লকার থেকে হারানোকে কেন্দ্র করে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতোমধ্যে কলেজ কর্তৃপক্ষ অভিযোগ দিয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। 

বিডি-প্রতিদিন