![Image description](https://content.bdtoday.net/files/img/202502/8476c3de99b7f6d6bd3b81ae82316087.png)
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, আমাদের আত্মতৃপ্তি লাভের কোনো সুযোগ নেই। এখনো আমরা বিপদমুক্ত হইনি। বিপ্লব ব্যর্থ করার জন্য ষড়যন্ত্র চলছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন আলেম সমাজ। আলেমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের অর্জিত স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না।
তিনি আরো বলেন, তরুণদের আত্মত্যাগে জুলাই বিপ্লবের মাধ্যমে জালিমের বিরুদ্ধে ইসলামের বিজয় হয়েছে। বিপ্লবের পর গঠিত সরকারের অনেক সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত নাও হতে পারি। কিন্তু এরপরও জাতীয় ইস্যুতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাই আলেম সমাজকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যাতে বিদেশি ষড়যন্ত্রকারীরা অপপ্রচার চালিয়ে ক্ষতি না করতে পারে।
গতকাল বুধবার রাজধানীর বনানী শেরাটন হোটেলে ড. মিজানুর রহমান আজহারী রচিত ‘এক-নজরে কুরআন’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সত্যায়ন প্রকাশনার আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. মিজানুর রহমান আজহারী, সত্যায়ন প্রকাশনের কর্ণধার ইসমাইল হোসাইন, বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রফেসর গিয়াস উদ্দিন, ইঞ্জিনিয়ার নাহিদ ইসলাম, শায়েখ মুহাম্মদ ইউসুফ, নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, মাওলানা মাসুদ সাঈদী, আব্দুস সামাদ আজাদী, বিএনপি নেতা এমএ কাইয়ুম, ড. আবু ইউসুফ খান, রেজাউল করিম আবরার প্রমুখ।
মালয়েশিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয়ে গবেষণার স্মৃতিচারণ করে মাহমুদুর রহমান বলেন, বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও আজহারী ও আমি একই বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেছি। মিজানুর রহমান আজহারী শুধু একজন বিশ্বের প্রভাবশালী জনপ্রিয় সুবক্তাই নন, তিনি একজন ভালো লেখক তা প্রমাণ করলেন এই গ্রন্থের মাধ্যমে।
ড. মিজানুর রহমান আজহারী বলেন, আল-কোরআন হচ্ছে সবচেয়ে ইন্টারঅ্যাকটিভ ও মানুষের জীবনঘনিষ্ঠ গ্রন্থ। অন্যান্য আসমানি গ্রন্থ একসঙ্গে নাজিল হলেও কোরআন ২৩ বছরে নাজিল হয়েছে। ফলে যেখানেই সমস্যা সেখানেই কোরআন নাজিল হয়েছে। তাই কোরআনকে মানুষের কাছে সহজবোধ্য ও সাবলীল করে উপস্থাপন করতে আমাদের দীর্ঘদিনের পরিশ্রমের ফসল ‘এক-নজরে কুরআন’।
তিনি আল-কোরআনের শিক্ষাকে ঘরে ঘরে ছড়িয়ে দিতে এই গ্রন্থ বিতরণে সবার প্রতি আহ্বান জানান।
অমর একুশে গ্রন্থমেলা-২০২৫ এ গ্রন্থটি প্রকাশিত হতে যাচ্ছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানটির আয়োজন করে ইসলামি ভাবধারার অন্যতম শীর্ষ প্রকাশনা প্রতিষ্ঠান সত্যায়ন প্রকাশন। অনুষ্ঠানে দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, আলেমসমাজ, রাজনীতিবিদ, আইনজীবী, ব্যবসায়ীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা দেশের সব ক্ষেত্রে কোরআনের প্রাসঙ্গিকতার ওপর জোর দেন। তারা বলেন, সুস্থ-সুন্দর সমাজ বিনির্মাণে কোরআনের ভূমিকা অপরিসীম। সমাজের সর্বস্তরে কোরআনের পঠন-পাঠন ও গবেষণা বৃদ্ধির মধ্য দিয়ে একটি আদর্শ সমাজ-রাষ্ট্র গড়ে উঠবে। আর সব শ্রেণি-পেশার মানুষের কাছে কোরআনের বার্তাকে সহজবোধ্য করে তুলে ধরবে ‘এক-নজরে কুরআন’ বইটি।
বক্তারা আরো বলেন, ‘এক-নজরে কুরআন’ বইটি বাংলা ইসলামি সাহিত্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে। ব্যতিক্রমী এ-ধারার বই বাংলা ভাষাভাষী পাঠকদের সামনে উন্মোচন করবে জ্ঞানের এক নতুন দুয়ার। বহুমাত্রিক দৃষ্টিভঙ্গিতে কোরআন পর্যালোচনার সুযোগ পাবেন প্রতিটি মানুষ।