![Image description](https://content.bdtoday.net/files/img/202502/2fd73855184ddfb468e131b693f1c282.png)
ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫-এ অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার রাত ৭টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
গত ১৩ জানুয়ারি দুবাইয়ের শাসক ও আমিরাতের উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আমির শাইখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাখতুম ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। সম্মেলনে অংশগ্রহণের জন্য তিনি ইতোমধ্যে সম্মতি দিয়েছেন।
দুবাইয়ে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫ একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন দেশের সরকার প্রধান, নীতিনির্ধারক, বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা বিশ্বের ভবিষ্যৎ উন্নয়ন ও প্রযুক্তির ওপর মতবিনিময় করবেন। এই সম্মেলন বিশ্বশাসনের নীতি ও কৌশল নিয়ে আলোচনা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।
বিশ্বের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার এই সফর বাংলাদেশের আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক ও ভবিষ্যৎ নীতি-নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।