![Image description](https://content.bdtoday.net/files/img/202502/d5cf881c55ff41022e488af4a2c45e0b.png)
বিশ্ববাজারে হঠাৎই বেড়ে গেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। টানা বেশ কয়েক সপ্তাহ ধরে মন্দাবস্থা চলার পর মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে বাজারে ফের চাঙাভাব দেখা গেছে। জ্বালানি তেলের উত্তোলন ও বিপননকারী দেশগুলোর বৃহত্তম জোট ওপেক-প্লাসের অন্যতম সদস্য রাশিয়া খনি থেকে তেলের উত্তোলন সীমিত করায় দাম বাড়ার প্রবণতা স্পষ্ট হয়েছে।
ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) এই দুটি অপরিশোধিত তেলের বেঞ্চমার্কের দামই গতকাল বেড়েছে। সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার প্রতি ব্যারেল ব্রেন্ট তেলের দাম ছিল ৭৬ দশমিক ২১ ডলার, যা আগের দিনের তুলনায় শূন্য দশমিক ৫ শতাংশ বেশি। একই দিনে ডব্লিউটিআই তেলের দাম বেড়ে ৭২ দশমিক ৫৫ ডলারে পৌঁছেছে, যা ব্রেন্টের মতো শূন্য দশমিক ৫ শতাংশ বেড়েছে। খবর আনাদোলু এজেন্সির।
বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, রাশিয়া এবং ওপেক প্লাসের অন্যান্য সদস্য দেশগুলোর দৈনিক তেল উত্তোলন কমানোর সিদ্ধান্তই মূলত তেলের দাম বাড়ার কারণ। যদিও গত এক মাসে তেলের দাম কিছুটা ওঠানামা করেছে, তবুও এই সময়ে বিশ্বজুড়ে অপরিশোধিত জ্বালানির দাম ২ শতাংশ বেড়েছে।
এর আগে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং রুশ জ্বালানির ওপর নিষেধাজ্ঞার কারণে তেলের দাম বাড়লেও, বিভিন্ন দেশ মস্কোর তেল ক্রয়ের পরিমাণ কমিয়ে দেয়ায় একসময় দাম পড়ে যেতে শুরু করে। এরপর গত বছর রাশিয়া এবং ওপেক প্লাসের অন্যান্য সদস্যরা জ্বালানির দৈনিক উত্তোলনের পরিমাণ কমানোর সিদ্ধান্ত নিলে বাজারে স্থিতিশীলতা ফিরে আসে। বর্তমানে এই কম উত্তোলনের কারণে অপরিশোধিত জ্বালানির বাজারে চাঙাভাব ফিরে এসেছে।