![Image description](https://content.bdtoday.net/files/img/202502/c5713bbcd1cb65d8f0faaaa29a3f6395.png)
ভারতের গুজরাটের আহমেদাবাদ পুলিশের অপরাধ শাখা রাজ্যে গ্রেপ্তার হওয়া ১৫ জন বাংলাদেশি অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে। পাশাপাশি আরও অন্তত ৩৫ বাংলাদেশিকে আগামী মার্চের মধ্যে প্রত্যাবাসন করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
আহমেদাবাদ পুলিশের সহকারী কমিশনার ভারত প্যাটেলের বরাতে এই তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
আহমেদাবাদ পুলিশের এই কর্মকর্তা বলেছেন, গত বছর আহমেদাবাদের চাদোলা লেকের কাছের একটি এলাকায় যৌথ অভিযান চালায় পুলিশের অপরাধ শাখা। এই অভিযানে প্রায় ৫০ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে একজন কন্যা শিশুও ছিল।
গ্রেপ্তারকৃত অভিবাসীদের কাছ থেকে ভুয়া আধার কার্ডসহ ভারতীয় জাল নথিপত্র উদ্ধার করা হয়। পরে পুলিশের তদন্তে আহমেদাবাদে বাংলাদেশি নারী ও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের মাধ্যমে সেখানে পতিতাবৃত্তিতে জড়িত চক্রের সন্ধান পাওয়া যায়।
এই চক্রের সদস্যরা বাংলাদেশ থেকে নারী ও তরুণীদের পাচারের পর সেখানে পতিতাবৃত্তিতে বাধ্য করেন। পরে উদ্ধারকৃতদের বাংলাদেশি নাগরিকত্বের প্রমাণ পাওয়ার পর ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে আহমেদাবাদ পুলিশ।
দেশটির বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ ফেব্রুয়ারি অপ্রাপ্তবয়স্ক কন্যাশিশুসহ ১৫ বাংলাদেশি অভিবাসীকে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সফলভাবে প্রত্যাবাসন করা হয়েছে। আগামী মার্চের মাঝে আরও ৩৫ বাংলাদেশিকে ভারত থেকে নিজ দেশে প্রত্যাবাসন করা হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।