![Image description](https://content.bdtoday.net/files/img/202502/ce089c59fd7fc5b6c269d579221d01dd.png)
যমুনা রেল সেতু দিয়ে আজ বুধবার যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। ফলে বঙ্গবন্ধু সেতু দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে।
প্রাথমিকভাবে ৪.৮ কিলোমিটার দীর্ঘ ডুয়েলগেজ সেতুর একটি লাইনেই উভয়দিকের ট্রেন চলবে। আগামী ১৮ ফেব্রুয়ারি সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
১৯৯৮ সালে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু বহুমুখী সেতু চালু হলেও ২০০৮ সালে ফাটল দেখা দেওয়ায় ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়। এ সমস্যার সমাধানে ২০২০ সালের ৩ মার্চ নতুন যমুনা রেল সেতুর নির্মাণকাজ শুরু হয়।
প্রথমে এর নাম ছিল ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু’, পরে বদলে রাখা হয় ‘যমুনা রেল সেতু’।